(১)
ঠুলি পরে মানুষ আজি মত্ত রঙের খেলায়
বেলা শেষে ভাসছি আমরা শোকের'ই ভেলায়
সুখের মাঝে ঘুণপোকা
খেয়ে যাচ্ছি ভীষণ ধোঁকা
সাদা চোখে দেখলে সবি  দিন যে ভাল যায়।
                      (২)
চোখের পলকে সুখ লিখে করছি বাহাদুরি
নয়নজোড়া বন্ধ হলে যাবে সব জারিঝুরি
শোকের ঘরে সুখের তামাশা
বাধছি শুধু বালির বাসা
ক্ষণিকের সুখের লাগি দুদিনের দুনিয়ায় করছি চাতুরী।