চলো! তার চেয়ে বরং ভালবাসি
আষাঢ়ে বৃষ্টিতে জবুথুবু মনে--
থরো থরো ঠোঁটে মনের কার্ণিশে।
ঘরকুনো না হয়ে নতুন কাব্যলিখি
চলো! অঝোর বৃষ্টির ধারায় আমুণ্ডু ভিঁজি
আর ভীষণ ভালবাসা-বাসি করি দু'জনা।
বৃষ্টিভেজা উন্নেলিত বুকের পার বেয়ে নেমে যাওয়া জলে
কামুক ছবি আঁকি নিপূণ শিল্পীর মতো।
মনের অজান্তে হারিয়ে যাই
শ্রাবণের সাদামেঘের ভেলায় ছড়ে দুর অজানায়,
আবার না হয়।কোন এক তপ্ত সময়ের অবগাহনে।
বৃষ্টি হয়ে ঝরব আমরা অঝর ধারায়
তৃষিত মাটির কর্ষিত বুকের এ-ধরায়।