কালের বিষণ্ণতা এসে থেমে গেছে লাশকাটা ঘরে
ডোমের ছুরিতে নির্বিগ্নে চলছে সময়ের ব্যবচ্ছেদ।
আজ মায়াভরা হৃদয়ের সব আকুতি,নিঃস্তব্ধ  পলকহীন
বেদনার লাভা বুকে খেলা করে সমস্ত প্রহর জুড়ে।
জানিনা বিষণ্ণতা আর কতোকাল সর্বোগ্রাসি রবে?
আর কতোকাল ক্ষয়মান অসহায় দেহে পচনের গন্ধ ছড়াবে?
শৈশবের ধরাজ বুকের দরজার খিড়কীতে কেনইবা আজি মরচে পরেছে নিষ্ঠুর সময়ের ভাঁজে।
একদিন বুকের বোতাম খোলে যে যুবক এগিয়ে যেতো বিশ্বস্ত পায়ে,
সময়ের নির্মোহ নির্মম কষাঘাতে, তার স্বপ্ন আজ কেনো লাশকাটা ঘরে?
উত্তর মিলেনা,শুধুই বেদনার আওয়াজ চারদিকময়,
জীবনের কথাগুলো আজ শব্দহীন পরে আছে
উনুনে পোড়া আলুর মতো।
এখন শুধুই নিরাপদ নীড় খোঁজা ভীষণ তৃষ্ণায়,
ক্লান্তি অবসাদ আর বিষণ্ণতার কাছে।