আমরা ইজ্জতের হিসাব করছি যেমনি লিঙ্গভেদে
জত-বেজাতের করছি হিসাব তেমনি দলবেঁধে।
মেয়েদের যেমন ইজ্জত আছে পুরুষেরও একই
মাথা থেকে কাপড় সরলে মেয়েদের নামে হৈ-হৈ।
দিনের বেলায় খুঁজি যতো জাত-বেজাতের পাল
রাতের বেলায় ধরি আবার বজ্জাতের হাল।
ধর্মে আছে মানুষের মাঝে নেইকো ভেদাভেদ
নিজের স্বার্থে ধর্ম নিয়ে করছি শুধুই বিভেদ।
রাতবিরেতে ধর্মশালায় চলছে তালিম,স্বর্গনরকের
তবুও কেনো জাগ্রতহীন মোদের বিবেকের।