নিজেকে আজ বড় বেশি অচেনা লাগে
নাক মুখ সব,সবকিছু খুটে খুটে দেখি
খুঁজে ফিরি নিজের মাঝে নিজেকেই।
অচেনা লাগে, শিয়রে তোমার লেগে থাকা চুলের ঘ্রাণ
নির্ভার পূর্ণিমার রাতের স্নিগ্ধ প্রেমের নীড়।
ভালবাসার প্রিয় মুখগুলো আজ কেন জানি
লোভাতুর দাঁতের কৌশলে একটি পক্ষ,
কেন'ইবা নীলিমার স্নিগ্ধ তনু জুড়ে শুধুই--
রাতজাগা ক্লান্তির শোক।
আজ আমার সকল চেনার মাঝে বাসা বেঁধেছে শূন্যতার জলকপোত,
যখন দেখি খুনি শকুনের ডানায় ভর করে ধেয়ে আসে
মলিন কালো গভীর রাত্রির সমস্ত পাপ,
তখন'ই আমার তন্ময় দুটি চোখে বয় অচেনা জলের রাশি।
তবুও সেই পাপ অন্তরে পুষে রেখে জলের আর্শিতে
কিসের আশায় কেনইবা দেখি নির্বাক অচেনা নিজের মুখ?