দুষ্ট মিষ্টি ছোট্ট মনি
ভাঙা ঘরের আলো
চোখের আড়াল রাখলে তারে
মুখ করে কালো।


মিষ্টি মধুর হাসি দিয়ে
ভরায় মোদের মন
হাজার কথার ফুল ঝুরিতে
কান করে ভন্ ভন্।


পড়ার কথা বল্লে তারে
করে নানান বাহানা
কাজের কাজ করেনাতো
ধিন্-তা না না।


সাজের বেলায় বেজায় পটু
পড়ার বেলায় ঠন ঠন্
বল্লে তারে কথা কটু
রেগে ছোটে হন্ হন্।