কথার মাঝে লুকিয়ে থাকে অনেক লুকোচুরি
খানে খানে ভেঙে যাবে যতো বাহদুরি।
গল্প বলার দাদী নানির শেষ হয়েছে দিন
ঘরে ঘরে ডিজিটাল শিশু স্বপ্ন করে রঙিন।
ব্যাঙের ডাক গ্যাঙর গ্যাঙ ভাল্লগেনা আর
চলতি পথে অনেক বাঁধা হোঁচট খায় বার বার।
ছারখার মোদের শিশুর জীবন ব্যাগের তলায় পরে
জীবন তাদের গড়বে কেমনে এই চিন্তায় মরে।
ঝাঁকে ঝাঁকে বই দিচ্ছে নানান রকম পড়া
মিঞাসাহেবরা মুচকি হাসে শিশুর জীবনে খরা।
টাকার জন্য খুলছে কোচিং পাড়ার গলিতে
ঠন ঠনেতে শেষ,আসল পড়া মুখের বুলিতে।
ডাকা ডাকি হাকা হাকি এতেই সব সার
ঢাক পিটিয়ে দিচ্ছে এ-প্লাস, এসব'ই যে অসার।
শাণ দিচ্ছে কোচিংয়ের করছে মগজ ধোলাই
তালে গুলে পড়াচ্ছে যে,দিচ্ছে শুধু মুলা'ই।
থাকনা এখন মূল্যবোধ এগিয়ে যাবার সময়
দয়ামায়ার বালাই নেই সমাজটায় সংসয়।
ধরার বুকে হাসেনা কেউ মানবিক হাসি
নানান রঙের ফন্দি এঁটে সবাই যেনো খুশি।
পাপ পূণ্যের বিচার শুধু বই খাতাতে আছে
ফাঁকিবাজি ছলছাতুরি করেন সবাই পাছে।
বইয়ের চেয়ে গাইডের বেশি চলছে ছড়াছড়ি
ভাব বুঝে পড়ছেনা কেউ করছে হুড়োহুড়ি।
মা মাসিরা ব্যাস্ত সন্তানের পড়া নিয়ে
যাঁতাকলে বাবারা সব,টাকা কামাইতে গিয়ে।
রঙের এই দুনিয়াতে করছি কত কিছু
লাভ লোকেশনের পিছে ঘুরছি শুধুই পিছু পিছু।
শাপলা শালুক ঝিলের বিলে এমনি ফোটে রয়
ষাঁড়ের লড়াই মোরগ লড়াই গ্রামে কি আর হয়?
সবার আগে কসুমবাগে ফোটেনাতো ফুল
হয়না সকাল আগের মতো ভেবে হই আকুল।
বড় বড় স্বপ্ন নিয়ে ছাড়ছে সবাই গ্রাম
আষাঢ়ে গল্প ফাঁদছে, সবাই অবিশ্রাম।
রয়ে সয়ে চলছেনা কেউ,বড় হওয়ার আশায়
হঠাৎ হঠাৎ পা পিছলে সব কিছু হারায়।
ভাঙাগড়ার মাঝে তবুও জীবনের গান গাই
দুঃখ কষ্ট বুকে নিয়েও  সুখের সন্ধান চাই
চাঁদে কি আর ভরছে মন আকাশ যেনো পাই।


(ব্যাঞ্জনবর্ণ ক্রমান্বয়ে লাইনের প্রথম দিয় লেখা যে বর্ণ প্রথম দিয়ে লেখা যায়না সেখানে প্রথম শব্দে ব্যাহার হয়েছে)