অনলে পুড়িল যে জন
আশায় বাঁধিবে, কি ঘর?
ইনসাফ ভেবে,সে নির্জনে
ঈষৎ হলেও পুড়িবে,বুকের ভেতর।
উষর বুকে তবুও ফোটে
ঊষার দ্বীপ্তিময় রাঙা প্রভাত,
ঋণের বোঝায় জীবন কাটে
এ'জনমে হবে কি শেষ পাপ পূণ্যের ঘাত?
ঐ-খানেতে রয়েছে হিসাবের খাতা
ওখানটায় ভরছি,অবুঝের মতো ভালোর চেয়ে মন্দের পাতা
ঔষধ কি হবে,পরকালের ত্রাতা?


(স্বরবর্ণে ক্রমান্বয়ে প্রতিটি লাইনের প্রথম দিয়ে সাজানো হয়েছে)