আমি মাঝে মধ্যেই জানালাটা খুলে রাখি
বুকের তুমুল উত্তেজনায় যেনো--
তমিস্রার নিকষ আঁধার-আমার অবয়ব, আমার সত্তাকে ছুঁয়ে যায়
একমুঠো জ্যোৎস্নার আরক, নিজের অজান্তেই।
অদৃশ্য হাতের করতলে অমানিশা লিখে
জোনাক পোকার মিট মিট্ আলোয়---
কান্নাহীন ভবিষ্যৎ খুঁজে ফিরি,কোন এক নিশ্চিত প্রহরে।
নষ্ট আঁধারের বিনিদ্র নেশায় গহীন হৃদয় খোলে,
প্রেরণায় চেয়ে থাকি নিভৃত নির্মল আকাশে।
অথচ অভিমানী আকাশ দুর্দিন দুর্যোগ মেখে
ঘনকালো অন্ধকারের ঝাপটায়, আমার খোলা জানালায়
রেখে যায় শুধুই বৃষ্টিহীন মেঘের নিশ্বাস।
তবুও তাকে বলি,হে আমার নিভৃত আকাশ
আমায় কিছু নির্মল জল দাও
তৃষাতুর বুকে দাঁড়িয়ে আছি,আমার খোলা জানালায়।