আর কত কাল জুড়ে আকাশটা মেঘলা হবে,নামেনা বর্ষা
বুকের গহীনে চলছে স্বপ্নের  বেদনা বিলাস,
বৈশাখী মেঘের পশ্চিমের গর্জনে হারায় নিরন্ন মানুষের ভাষা
বৃষ্টি ঝরেনা-শুধু কালোমেঘ জমে,মেটেনা মনের অভিলাষ।


সময় যায় নাড়ি ছেঁড়া মানুষের ঘরে চলে আহাজারি
আমাদের স্বপ্নের রোপিত বীজ ক্রমশ ঝিমুয় সময়ের ভারে
ঘেটু গানের সুরে মাতেনা আর কোন অনাহারী,
জীবনের জোয়াল টেনে পায়না কিছু,শুধু কান্নায় মরে।


পেটের আগুন পোড়ে মারে,বুঝেনা ধনবান কেউ
নিরন্ন জনপদে লুকায় তাদের নিজের মুখ,
তারা, সব ব্যাথায় আগুন ঢেলে বাড়ায় কান্নার ঢেউ
পোড়ায় ঘর পোড়ায় সব,অন্যকে পুড়িয়ে খুঁজে নিজের সুখ।


কখনো দেখেনি একে অন্যের হাতে-হাত ধরে কোন কাজে
দেখেনি কখনো, সোহাগে ছুঁয়েছে ব্যথিত পাঁজর,
কোন কালে কাউকে দেখেনিতো মরতে,ব্যর্থতার লাজে
তাই আজ স্বপ্ন বাসনার বেনোজলেও কাঁপে বুক থর থর।


স্মৃতিচিহ্ন খামচে পড়ে থাকা কোন মানুষ
অযাচিত খোয়াব তাদের গিলে খায় অহর্নিশ,
ক্ষুধায় বিবষিত স্বজনের  শোকে আজ তারা বেহুশ
মানুষ চিরকাল চায় ধরে রাখতে, সুখের কার্নিশ।