আর কিছুটা সময় থাকলে কি হতোনা?
জানোনা-তোমার না থাকাটা আজ---
আমাকে বড্ড বেশী পোড়ায়।
যে অনল,বুকের তিমিরে পুষে রেখে অপেক্ষায় ছিলাম
নিদ্রাহীন জলবতী নিশ্চল নদীর কিনারে,
তা ডিঙিয়ে ফিরে যাচ্ছো,মিহি সুতোর বন্ধন ছিঁড়ে
স্বপ্নের পাললিক ভূমিতে।
ওই দ্যাখো! কি ভীষণ ব্যর্থ আমি, তুমি হীনা
এখন আমি শুধুই ---
উদাসীন চোখে অনিদ্রা লিখে হৃদয়ের গহীন ক্ষতে।
তোমার শূন্যতার প্রলেপ মাখছি নিষ্প্রদীপ অভিমানে
তোমার না থাকার শংকায় আমার ভরা পূর্ণিমার রাত জুড়ে বাড়ে,
অবিরাম বেদনার সহস্র শ্মশান।
একদিন তোমার পাললিক প্রেমের উষর জমিন চষে
স্নিগ্ধ পুষ্পময় বীজ রোপণ করেছিলাম,
তা আজ বিষণ্ণ গোলাপ হয়ে ফুটেছে।
হয়তো'বা আমার জাগতিক বেদনার ঘ্রাণ শুকে শুকে
কোন একদিন ফিরবে---
সাদা কাফনের মতো আমার নিস্তব্ধ অঙনে।