দু'জন মুখোমুখি বসে
অনেক কথাই বলা হয়ে গেছে ক্লান্তিহীন চাহনীতে।
এখন শুধুই চোখে চোখে চোখ রাখা নীরব কোলাহলে,
জীবনের গল্পে আকাঙ্ক্ষার বিষন্ন রোদের খেলায়
নিরুত্তাপ নিঃস্ব সবুজের মাঝে,হলদে অসুখ মোড়িয়েছে ভবিষৎ।
নিস্তব্ধ আকাশের নিথর দেহ থেকে ঝরছে, না বলা কিছু কথা
প্রিয় কথাগুলো নৈঃশব্দ্যের দেয়াল ভেঙে,
গড়ে উঠেছে বেদনার তমাসাচ্ছন্ন দীর্ঘ রাত্রি।
অসহায় হুতুম পেঁচারা খুঁজে নিয়েছে নির্জন অধিবাস,
তবুও কিছু কথা রয়ে যায় অনেক কথার ফাঁকে।
আমি ক্লান্তির ঘোর অবসাদে এখন, ভীষণ তৃষ্ণায় নিজেকে পোড়াই
বুকের তিমিরে আস্ত সূর্য রেখে।
কেন যে, না বলা অনেক কথার জল ঢেলে ,নেভাওনা পোড়া হৃদয়ের ক্ষত
তুমি  তোমার উদাসীন মগ্নতায় শুধুই তৃষ্ণার্ত করেছ----
আমার যতো চাওয়া পাওয়া ছিল।
আমি এখন কোন এক সূর্যহীন ভোরে
অনন্ত মুগ্ধতার শীতল উল্লাসে,
ম্রিয়মাণ জ্যোৎস্নার জলে পা ডুবিয়ে----
অনিশ্চয়তার লোমশ কার্পেটে হেঁটে চলছি অবিরাম,
তোমাকে অনুবাদ করব বলে।