স্বাধীনতা আমার
ভোরের রাঙা প্রভাতের সূর্যের হাসি
জসিম উদ্দীনের নকশী কাঁথার মাঠে
,নজরুলের বিষের বাঁশি।


স্বাধীনতা আমার
জীবনানন্দের খোলাচুলে বনলতা সেন
দেশ প্রেমের গান হয়ে
ঘুম ভাঙায় কবি দ্বীজেন।


স্বাধীনতা আমার
থৈ থৈ ঝিলের শাপলা শালুক,
পিতার স্পর্শ মায়ের আঁচলের ওমে
আমার যতো সুখ।


স্বাধীনতা আমার
কৃষকের চোখে সোনালী ধানের শীষ,
কৃষাণির মুখে লেগে থাকা
সুন্দর হাসি অহর্নিশ।


স্বাধীনতা আমার
প্রেয়সীর মুখের লাজুক হাসি,
আমার হৃদয়ের মাঝে ভাসে
শুধুই দিবানিশি।


স্বাধীনতা আমার
ভাইয়ের কাঁধে নির্বিগ্নে হাত রাখা
মোদের নিশ্চিত জীবনের
নির্জলা ছবি আঁকা।


স্বাধীনতা আমার
বিজয়মাখা, বোনের মেহেদী খচিত হাত
অঘ্রাণের ঘ্রাণে মৌ মৌ,
ভরা পূর্ণিমার রাত।


স্বাধীনতা আমার
দেশদ্রোহীদের ফাঁসির দাবীতে উত্তাল শাহবাগ
দেশাত্মবোধের চেতনায় ভুলে যাই
যতো রাগ অনুরাগ।


স্বাধীনতা আমার
তেজদীপ্ত যুবাদের দীপ্ত শপথ
আসুক যতো বাঁধা,যতো বিপদ
,লক্ষ্য থেকে হবেনাকো বিপথ।


স্বাধীনতা আমার
নির্মল আকাশের লক্ষ তারার মেলা
শালিক দোয়েল হাজারও  পাখিদের
নীল আকাশে নিশ্চত উড়ে চলা।


স্বাধীনতা আমার
কবির চোখে ভাবনায় সুনীল আকাশ দেখা,
আমার এলোমেলো শব্দে
যতো কবিতা লেখা।


(উৎসর্গ মহান স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত এবং নিপীড়িত মা বোনদের)