আমাকে ফেরাবে নীরবতা, মধ্যরাতের ফেরারী চোখ
ফেরাবে হৃদয়ের পোড়া ক্ষত,পূর্ণিমার শেষ লগ্ন।
আমাকে ফেরাবে ভালবাসার সোনালী ভোরের নিশ্চিত প্রহর,
ফেরাবে স্বপ্ন,দুর্বাঘাসের চিক্ চিক্ শিশির।
আমাকে ফেরাবে অঘ্রানের সোনালী ধানের শীষ
ফেরাবে মজুরের শ্রমের ঘাম,কৃষকের লাঙলের ফলা।
আমাকে ফেরাবে প্রেয়সীর ভালবাসায় বিভোর উদাস আঙুল,
ফেরাবে মায়ের শর্তহীন মমতায় ঘেরা জন্মের ঋণ।
আমাকে ফেরাবে মাথায় রাখা মমতামাখা বাবার হাত,
ফেরাবে অস্থির সমস্ত পাপ।
আমাকে ফেরাবে টল টল গ্রাম্য দিঘীর জল,
ফেরাবে ভাইয়ের শাসন বোনের আঁচলতলের স্থেহের উত্তাপ।
আমাকে ফেরাবে বিষণ্ণ ব্যথিত মানুষের অবিরাম বিলাপ,
ফেরাবে আমায় নিদ্রাহীন রাতের, নিশুতি পাখির ডাক।
আমাকে ফেরাবে হৃদয়ের মাঝে জমা কষ্টের নীরব পাথর,
ফেরাবে আমায় সমুদ্রের সফেদ নোনা জল।
আমাকে ফেরাবে স্বজনের আদিগন্ত ভেজা চোখ,
ফেরাবে শবের মতো পড়ে থাকা ঝরা বকুলের ঘ্রাণ।
আমাকে ফেরাবে নিভৃত চোখের জল,
চিরকাল ফেরাবে আমায় অনুভুতির অনুতপ্ত অন্ধকার।
অথচ দেখো, মৃত্যু আমাকে ফেরাবেনা---
ভালবেসে শুধুই আলিঙ্গনে আপন করবে আমায়।