আমার হৃদয়ে প্রেম ছিল,শুধু ছিলেনা তুমি
সাঁজানো ছিল আমার দেহের প্রতিটি ভাজ
পেছনের অন্ধকার মুছে অধরের পথে ছিল
যতো রোমাঞ্চ আনন্দের জোয়ার।
অথচ তুমি ভালবাসার চড়া অংকের হিসাব কষছ একাকী,
বড্ড অভিমানে বসন্তের জরায়ু ছিঁড়ে প্রথম বৃষ্টি
আমার পরানে না পাওয়ার মৌন ক্ষতে---
ঢেলে দেয় বিষাক্ত নীল যন্ত্রণা।
তোমার শূন্যতায়, আমার ভালবাসার পাণ্ডুলিপির খাঁজে
উষর জীবনে ভাঙনের মতো শোক---
বুকের বা'পাশে অস্ফুট কান্নার ঢেউ তুলে।
সৌরভের ভেঁজা চোখ,সমুদ্রের সফেদ ফেনায় ভাসে
আমার নোনতা কষ্টের সাম্পান
অথচ কোন একদিন
তোমার হৃদয়ে প্রেম ছিল, আমিও ছিলাম।