ফিরে যাওয়ার সময় হয়েছে
একই পথে জীবনের কাছে,
নির্জলা পথের ধারে রয়ে যাবে
তোমার পায়ের চিহ্ন হৃদয়ের ক্ষতের মতো।
তোমার শূন্যতা ঘিরে শত ব্যথার সহস্র শ্মশান
সবুজ বৃক্ষের তরুলতা কেঁদে ফিরবে উদোম দেহে,
হয়তোবা চোখের নীচে অনিদ্রা লিখে খুঁজে ফিরবে
কোন এক সুদূরের অচেনা হাসি।
বুকের গভীরের শিহরণের বরফিত দীর্ঘশ্বাসে
আঁধারের বুকে লিখে রাখব ভীষণ অন্ধকার
নগ্ন পায়ে বিষাদের  কাঁচায় অস্ফুট কান্নায়।
দুর্দিনের কালোমেঘ মেখে ফিরে যাব মাটির সিঁথানে
যে মাটির সুধায় ফিরে গেছে, প্রিয় মানুষগুলো
যে যার জীবনে মাটির সিঁথানে।