আমার অবুঝ অনুভুতি, হিম নিঃসঙ্গতায় পুড়িয়ে
কিছু অভিমান তুলে রেখেছি
আহত চোখে আধভাঙা জীবনের পরতে
কী ছিল সেই চোখে?অবিশ্বাস বিস্ময়, কষ্টের বিষাক্ত ক্রন্দন
এখন আর খুব বেশী পোড়ায়না
অস্থির রাতের অচিন আঁধার।
এখন ভীষণ ব্যথাতুর ঠোঁট কামড়ে নিশ্চুপ,
নিঃশ্বাস টেনে শুধুই বিষাদের ঘ্রাণ শুকি
অথচ তোমার পায়ের মলের ঝুন ঝুন শব্দে
মন উতলা হতো কোন এক চন্দ্রালোকে।
আজ চেনা-জানা মানুষ গুলো দূরায়ত মেঘেরও----
হিংস্ত্র লোভ টের পায়,
চারদিকে সুখের অসুখে অহর্নিশ জ্বলে শোকের চিতা
মৃত্যুরোগ চিড় চিড়িয়ে বাড়ে সমাজের বুকে।
সমস্ত রাত জুড়ে চলে কবর খোঁড়ার কষ্টধ্বনি
শত কষ্টের মাঝে অভিমান ভুলে
আমার চোখে এখন শুধুই খেলা করে
অভিমানের কান্নাভেজা দুপুরের কালোমেঘ।