একুশ আমার ফাগুন মাসের
রক্তে ফুটা রাঙা ফুল,
একুশ আমার মায়ের  ভাষা
ডাক দিয়ে হই আকুল।


একুশ আমার প্রভাত ফেরি
ভোরের সূয্যি আলো,
মায়ের ভাষায় ডাকতে
অনেক লাগে ভালো।


একুশ আমার রক্তে ভেঁজা
আমার ভাইয়ের বেদী,
বাংলা এখন পার হয়েছে
সাত সমুদ্দুর নদী।


একুশ আমার মায়ের মুখের
আদর করা ডাক,
সেই ডাকের ভালবাসায়
হয়ে যাই নির্বাক।


একুশ আমার প্রথম কথন
মায়ের মুখে শুনা,
এই ভাষাতে হাজার গল্পের
স্বপ্নের জাল বুনা।


(৫২ ভাষা শহীদের প্রতি নিবেদন যাদের রক্তে আমরা আজ মায়ের ভাষায় লিখতে পড়তে পারছি।)