নিবিড় কোল জুড়ে সাজানো ছিল অনাবাদী দেহ
প্রস্তুত ছিল চুম্বন অধরের পথে
হঠাৎ নির্দোষ নখগুলো -------
ছিঁড়ে নিয়েছে আমার ভালবাসার দিনমান।
অসহায় অন্ধকার বয়ে বেড়ায়,ভেতরের গহীন ক্ষত
আর তখন'ই অন্ধকারের জরায়ু ছিঁড়ে
চিৎকারে নিষ্ঠুর প্রলেপ চলে।
হৃদয়ে পুষ্পের ঘ্রাণ পুষে পড়ে থাকি,আধপোড়া শবের মতো
অবচেতন মনে খুলে দেই শরীরের ভাঁজ অজানার পথে।
ভয়ার্ত শ্মশান জুড়ে আহাজারী করে বেদনার ব্যর্থ অবশেষ
জনমানবহীন লোকালয়ে চলে নির্মম করুণ বিনাশ
অথচ একদিন ভিন্ন আলোর খোঁজে বেড়িয়ে ছিলাম ভীষণ অন্ধকারে।
এখন শুধুই কামনার শরীরি উৎসবে -----
অকেজো পেশীগুলো আমাদের গোলাম বানিয়েছে,
নেশার ডাকে দুর্বিনীত শৃঙ্খলের
হৃদয়হীন ধর্মাচারের স্বপ্নহীন সংস্কারের খাঁচা।
আজ বিবেক  বোধ, মননশীলতা সব সবকিছুই
বন্ধি অবিশ্বাসের বান্ধবহীনতার নির্মম সেলফে্।