মধ্যরাতে আঁধারের বুকে কষ্ট জমে,যে জন্মেছে
সে আমার ভালবাসা
বেদনার প্রবাল দ্বীপে যে বেড়ে উঠেছে
সে আমার কষ্টের দীর্ঘ রাত্রি।
তবুও কষ্টের দীর্ঘ রাত্রি শেষে আজন্ম খুঁজে ফিরি তোমার পদধ্বনি,
প্রগাঢ় আঁধার ঘোচাতে তোলে নেই
ঘাস ফুলের নরম পাঁপড়ি।
অথচ তখন'ই বুকের গভীরের
স্তর ভাঙতে ভাঙতে রক্তাক্ত হয়, ভাবনাগুলো।
নিঃসঙ্গ আবহে নিজের জন্মের উত্থান  খুঁজি
বেদনার আকুলতা দিয়ে আধ জীবন্ত মর্গে।
বুকের বিলোড়িত হাহাকার অনুভব করি,
শূন্য ঘরে ব্যথায় ফোঁটে পোড়া চাঁদ।
জীবনের উত্তাল স্রোতে হারায় আমার ভালবাসা
প্রচণ্ড ভোরের ঘুমে ভাঙা শব্দে বুক চিড়ে জানিয়ে যায়
এ-আমার স্বপ্ন ছিল, ভালবাসা নয়,
এখন শুধুই আমার চোখে খেলা করে, ওপারে অপার শূন্যতা।