ভুল ইতিহাস বয়ে চলেছ, জরাজীর্ণ অচল বিশ্বাসে
সুনিপুণ শিল্পের গেটে তালা সেঁটে
তুমি এসেছ----
কৃষকের লাঙলের ফলায় কোন এক শ্রমহীন ভোরে।
বয়ে এনেছ হাজার বছরের রূগ্ন ইতিহাস
অথচ আমি কোন এক নির্জলা দুপুরের অপেক্ষায়,
মাছ রাঙার ঠোঁটে করে কতো ইতিহাস রচেছি।
নির্বেদ সময়ের অন্তহীন লড়াইয়ে,
কাঁধে তুলে নিয়েছি শত অচেনা সাথীর দেহ।
তবুও স্বাধীনতা -আজো মানুষের অনলব্ধ
জাতির ললাটে উৎকীর্ণ স্মৃতির ফলক মাত্র
মিথ্যা আর প্রতারণায় স্বপ্ন আজ ফিকে।
ধর্মের নামে ত্রাস চলে-যত কপটতা
মগজের সচেতন বিশ্বাসে তালাচাবি এঁটে
বয়ান চলে মসজিদ মন্দির গীর্জায়।
মানুষ আজ বিভাজিত সৃষ্টির নামে ধ্বংসের পারাকাষ্ঠে
ধর্মের মিথ্যা জালে আটকা পড়ে মুর্খ জনপদ
প্রতিহিংসায় রক্তলগ্ন, নগ্ন ক্ষোভে আজ সব পোড়াবাড়ী।
অস্থির চোখে ম্লান ব্যাথার শিশির চোখে তাকিয়ে
প্রার্থনায় রত নীরিহ প্রাণ,
অন্ধকার রাত্রি ধুয়ে মুছে দাও,আমার বিষণ্ণতা।