তোমাকে পাওয়ার প্রস্তুতিতে হৃদয়ে আসে বান
বেদনাকে মাড়াই পিষে
দুর্দিন দুর্যোগকে মোড়াই নিভৃতে
তোমাকে গহীন হৃদয়ে রাখার বিনিদ্র নেশায় মাতি।


ভেতরে লুকানো যতো ক্লেদ আর ঘৃণা
শীর্ণ মূর্তীর মতো ঠাঁয় দাঁড়িয়ে থাকা স্বপ্ন
পেছনের যতো ঝুলকালি
অবিরাম মুছে ধুয়ে তারে করি খানিক উজ্জ্বল।


আজ কেন যে মন এতো  উতলা হয়েছে
অনিশ্চিত আঁধারের বুকে বাসনা খোঁজে,
কেন'ইবা বুকের নির্জিব গভীরে শুধুই স্বপ্ন লিখে
তমিস্রার আঁধারে ভাসাই দিকহীন তরী।


তোমাকে পাওয়ার প্রস্তুতিতে কেন যে এতো ইচ্ছা জাগে?
তোমাকে পাওয়ার প্রেরণায় কেন যে বিনিদ্র রাত জাগি?
নেশার ঘোরে  জ্যোৎস্না মেখে নিজেকে কেন দহনে পোড়াই?
কেন যে পাশ ফিরে দেখি তবুও নতুন কোন স্বপ্ন?