আমাদের মরা নদী
কে পার হবি আয়
গুটি গুটি হেঁটে
ছোট ছোট পায়।
এ-পাড়েতে ছাগল চরে
ঐ পাড়েতে গরু
মাঝখানেতে পানির তৃষ্ণায়
প্রাণের পাটেশ্বরী মরে।


(আমার ছেলেবেলার সব স্মৃতি এই নদীকে নিয়ে বন্ধুদের সাথে ছোট্ট ছোট্ট ঢেউ মারিয়ে কত যে সাঁতারে মেতিছি তখন পাটেশ্বরী পুরো যৌবনা আজ তার যৌবন নেই সে শতবর্ষী বৃদ্ধেরর মতো শয্যাগত, গঙ্গায় বাঁধের ফলে।আমার প্রাণের নদী তৃষ্ণায় আজ কাতর।