এখন সময় তো আর নেই
ভেঙে ফেলেছি সময়ের ভাঁজ
শেষ হয়ে এলো বকুল কুঁড়ানোর দিন।
হৃদয়ে আমার স্বপ্নীল সময়ের ডাক
জেগে আছে সোমত্ত শরীরে ইচ্ছার শিহরণ
সময় হলো পুরুনো গল্পের ঝাপি বন্ধ করার।
এখন আমার মুখর দেহে উত্তাল সমুদ্র
তৃষ্ণার স্বাদ মিটাব,থরো থরো ঠোঁটে
পান করব নির্বিগ্নে দ্বন্দ্বময় নীলবিষের শীতল উল্লাস
সময় হলো ক্লান্তি আর অবসাদ পিষে এগিয়ে যাবার।
ঘাঢ় অন্ধকার মৃত্যুকে আলিঙ্গনে ফেরাবে আমায়
চিরকাল ঝরা শুভ্র শেফালীর মতো পড়ে র'বনা অনাদরে
আমি এখন উদাসীন সমাজের কর্ষিত কারগার থেকে
মুক্তির পথের দিশা খুঁজে বের করেছি।
আমি এখন বিস্ময় সুন্দরের পথে
কে ফেরাবে আমায়, মৃত্যু এখন
পূর্ণিমার রাতের ঝলোমল শরীরের নীচে দাবমান।