কোন কি চাওয়া পাওয়া নেই আমার?
আমার জীবনের সকল ইচ্ছা দিয়ে
তোমায় চাইছি হৃদয়ের কাছাকাছি
চাইছি আমি প্রেমে,শরীরের পিপাসায়।


প্রজাপতিরা যেমন বসে ফুলের ভাঁজে
আমি তেমনি চাই-----
আমরাও খুনসুটিতে মাতি সোমত্ত সময়ে
চলো মিটিয়ে ফেলি যতো চাওয়া পাওয়া।


নিভৃতে চলো নীরব নির্জনে
একান্তে দু'জনে কাটাই হাজার বছর
পূর্ণিমা যদি'বা না দেয় আলো,ঘোর নিরজনে
আমরা দু'জন আলোকিত করি রাতের ধরা।


দু'জন মুক্তা'কাশে মন খুশিতে উড়ে চলি
শিশিরে ভেঁজাই পা দূর্বাঘাসে
মন ডানায় ভর উড়ে চলি নীলাকাশে
চলো দু'জন মিলে জীবন কি,এর মানে খুঁজি।


চলো ভেসে চলি সমুদ্রের নোনা ঢেউয়ে
অনিশ্চিত জীবনে হারাই আমরা
চলো ছিঁড়ে ভাসিয়ে দেই সামাজিক শৃঙ্খল
মুক্ত জীবনে নির্সগের খাঁটি স্বাদ নেই সোমত্ত  শরীরে।