সবাই চলে গেছে
শীর্ণ মূর্তীর মতো ঠাঁয় দাঁড়িয়ে আমি,
স্নায়ুর তিমিরে স্বপ্নের বিপরীত
আমার দ্বিধার গল্পে।
বুকের বা'পাশে জমা যতো কালোমেঘ,
অথচ আমি ------
অমিমাংসিত মনের বোঝা টেনে চলেছি অহর্নিশ
পারিজাতহীন জীবনের সন্ধিক্ষণে।
প্রেয়সীর চিবুকের তিল নিয়ে,তবুও --
জীবন্ত উপমায় গল্প লিখি
ভিন্ন সময়, ভিন্ন প্রহরে।
সোনালী সময়ের ঘ্রাণ পেতে সবাই এসেছিল,
অমসৃণ কাঁটালতা বিছানো পথ দেখে ফিরে গেছে
যে যার ঘরে,বহুকাল বহুবছর আগেই।
শুধু আমি রয়ে গেছি,
অনিশ্চয়তার  লোমশ কার্পেটে।