এসেছে নববর্ষ উঠেছে সোনালী প্রভাত
ফুল পাখিদের মেলা বসেছে,যেনো প্রকৃতির প্রাণ
আপন মনে বাউল গাহিছে গান মন করে উদাস
নদীতে উঠেছে ঢেউ শুন তার কলতান।
রাঙা প্রভাতে সোনার রবি
ছড়ায়ে আলো করেছে নির্মল ধরনী
কলম হাতে আশার বাণী লিখছে কবি
নতুন আশার স্ফুরণে মত্ত সোনার অবনী।
আজি ফুল পাখিদের মাখামাখি
খুশীতে বর্ণিল ডানায় উঠে প্রজাপতি,
গেল বছরের জীর্ণতা ঝেড়ে,সামনে তাকায় দীপ্ত আঁখি।
নববর্ষেরর নতুন প্রভাতে যত দ্বীন হীন মন
খসে পড়ে যাক জীর্ণতার সকল ক্ষণ
শুভ নববর্ষে আমরা একে অপরকে করি আপন
এই হোক মোদের সারাটি জীবনের পণ।