আমি আর ফিরবনা ঘোর নিরজনে
মনের কোণে জমেছে শীতল ব্যাথার ঢেউ।
বিজন রাত্রি কূয়াশা কাতর চোখে তাকায় দূরদিগন্তে,
কাফনে মোড়ানো শবের মতো পড়ে থাকে অতিদূর ভবিষ্যৎ।
চারপাশে নিষিদ্ধ ফিসফাস, ভেঙে যায় স্থিরতা
ভালবাসারা আজ বোতল বন্ধি লোভের কর্কে,
অসহায়ের মতো চিৎকারে মাতে অনহারী দিনমান।
ভেঙে পড়ে পাড় গহীন গাঙের,
ভরে যায় নোনাজলে প্রপিতামহের মাঠ
জনপদে ফেটে পড়ে দুঃস্বপ্নের ক্ষত
ক্ষুধার্ত শরীর জুড়ে লেগে আছে বেদনার নীল ঘ্রাণ।
বুঝিনা কেন বারে বারে, দূর্যোগ দূর্দিন ফিরে ফিরে আসে
আমাদের নিভৃত নির্মল আকাশে।
তবুও পচনের ঝুলকালি মেখে স্বপ্ন লিখে চলি
হাজারও রূপ কথা মালার,
এখনো তবু কিছু কথা রয়ে যায়---
লেখা হয়না,লেখা হয়ে উঠেনা।