কোন অভিমান নেই আমার, কোন অভিযোগ ও
নিন্দাকে অমৃতজ্ঞান, প্রশংসাকে বিষবৎ করে
যুগের ক্রান্তিকালে আমার কবর খুঁড়ে
পোস্টমর্টেম করেছি নিজেকে জানতে,
আমি কোন পথে দাঁড়িয়ে?


এদেশে প্লাস মাইনাসের ঝাঁঝালো থিওরী চলছে
চা স্টল থেকে টিভি টকশো পর্যন্ত
তা,তন্ময় চোখে দেখতাম, ভাবতাম
কই! কারোতো বিছুটি পাতার ঘষা লাগেনি,
অতচ যাদের পাওয়ার কিছু নেই
ঐ,তাদের যত চুলকানি তারপর
অদৃশ্য চোখের ইশারায় শান্তদিঘীর জল।


জলে স্থলে অন্তরীক্ষে সর্বত্র বিকৃতরুচির প্রয়াস
দুষ্টতা,লোভ হিংসা উদ্ধত,কামুকতা
দ্বিপ্রহরে একে অন্যকে ছুঁয়োছুয়ি।
ক্রমাগত আধুনিক সভ্যতার ভারে ন্যুজ আভিজাত্য
এতকিছুর পরেও বুকের মাঝে
কিসের যেনো টান অনুভব করি,
নির্বোধের শূন্য দুয়ারে দাঁড়িয়ে।