নষ্ট লগ্নে-----
পচনের দিকে ধাবিত সময়ে,গলিত জীবন
ঘুণ পোকায় খুটে খাওয়া ভবিষ্যৎ নিয়ে,
বসে আছি এখনো। অসাড় কোন শিকড়ে
সময় যায়,দিন ফুরোয়,পড়ে থাকে অনাবাদী জীবন
বিরস মুখে ফিরিয়ে নেয় যত ভালোলাগা
মুখ থুবড়ে পড়ে থাকে বিষণ্ণ দেশ।
ধ্বংস স্তুপ কাঁধে নিয়ে মূর্খ মানুষ
ডিনার টেবিলে চিবোয় উচ্ছিষ্ট হাড়
কবি সাহিত্যিক রচে ব্যার্থ ইতিহাস।
মৌনমুগ্ধের মতো কান পেতে শুনে
ভণ্ড নেতার মিথ্যা আশ্বাস।
নপুংসক রাজনীতির সেলফে্ বন্ধি
আজ রোদ্দুরে পোড়া মেহনতি মানুষের ভাগ্য।
ঘরের দুয়োরে কাব্য বুনে চলে দারিদ্রতা
ঠেকাতে পারিনা বুকে সমুদ্রের ঝড়
ভাঙতে পারিনা প্রতারকের  বিষাক্ত শিকল
অথচ বাহুতে রয়েছে তিতুমীর সূর্যসেনের রক্ত।
ডেকে উঠো একবার,
জেগে উঠুক অস্থিতে জ্বলন্ত শিখা
দুঃসময় ডিঙিয়ে আঁধারের বুকে
জ্বেলে দেব দ্যূতিময় আলো।