যতবার তোমার ঠোঁটে উষ্ণতা খুঁজেছি
ততবার শুধুই ------
জলের হিম জমাট স্রোত ফিরে ফিরে এসেছে
আমার রক্ত মাংসে মজ্জায়।
দীর্ঘ নিভৃতে জ্বলতে থাকা অগ্নি
নগ্ন পায়ে লাল দীর্ঘ পথ ধরে
ফিরে ফিরে এসেছে বিষাদ ক্লান্ত পায়ে।
আমার স্বপ্ন ছিল ক্লান্তিহীন, তন্দ্রাবিহীন কোন এক সকালের
তোমার ঠোঁটের স্পর্শ হীনতায়-------
এখন আমি আকাশে জলের ঘ্রাণে স্নিগ্ধতা অনুভব করি
অনন্ত এক নিঃসঙ্কোচ হাত বাড়িয়ে।
ভালবাসার ছায়াচ্ছন্ন স্পর্শে দূর অতীত থেকে ছুটে আসে
কোন মানবীর গভীর পবিত্র ওম
অথচ তোমার স্পর্শ বুকের ভিতর জমেছিল,
জলের হিম নিবিড় তুষারের মতো।
তুমি দিয়েছিলে হৃদয়ের ক্ষতে প্রলেপ, বর্ণহীন দাহে,
মুখে লেগেছিল দূর অতীতের অচেনা হাসি
তখন আমার হলুদ অনিদ্রা চোখে জমেছিল, ভীষণ জমাট জল।
তবুও অপেক্ষায় ছিলাম,
অন্য কোন এক সকালের দিকে,নির্বাক চোখে
শুভ্র সময়ের তীব্র উদিত সূর্যের আলোর।
এখন আমি শীতের কূয়াশাচ্ছাদিত
সূর্যের ঠোঁটে ঠোঁট রেখে শুধু  উষ্ণতা অনুভব করি।