কবিতার ডানা ভেঙে দেয়া হল, সেই সাথে সব
তার থ্যাতলানো মুখ রক্তাক্ত লালায় একাকার
আজ মুখ লুকায় কবি নিভৃতে।
শব্দের দেনার জালে আটকা পড়ে,প্রতিবাদি কবিতা
নতুন কোন শব্দের বদলে নাকে আসে
আধপোড়া মাংসের উৎকট গন্ধ।
রক্তাক্ত শীর্ণ দেহে চেষ্টার পর চেষ্টায়
রক্তস্নাত নাফ পেরুনো হয়না,হয়ে উঠেনা
সৌখিন কবির ছন্দোবদ্য কবিতার লাইনে
লাশের চালির পিঠ প্রদর্শনের মহরত চলে।
মানবতার অসীম সময়ের অঙুলি নির্দেশে
বিশ্ব বিবেকের  নীরব প্রহসন চলে আরাকানে,
আজ ধর্ষিতার করুণ চিৎকারে বুলেটের আওয়াজ ম্রিয়মাণ।
লাশের স্তুপে বেঁচে থাকা এক মাত্র শিশুটি,
চারদিকময় বীর্যের ক্লেদ,পোড়া দেহের বিশ্রী গন্ধ ধলে
মায়ের আধপোড়া ক্ষতবিক্ষত স্তনে মুখ পুরে--------
গগনবিদারী চিৎকারে প্রতিবাদ করে।
গণতন্ত্রের লেবাস পরিহিত স্বৈরশাসক, আর
বিশ্ব বিবেকের নির্মম নীরবতার।