ওষ্ঠাগত প্রাণে চুমো খেয়ে যায় কষ্টের গরম পেয়ালা
ভালবাসার ধারদেনার প্রাচুয্যে ভাসে অতিদূর ভবিষ্যৎ
সমকালীন সুন্দরীগণ আভিজাত্যর যাঁতাকলে বিলোয় সর্বস্ব।
পিছন ফিরে তাকাবার ফুসরত কই,শুধুই কামুকতা
নির্ভেজাল সূক্ষ্ম অভিনয় চলে রাতবিরেত।
মদ্যপ গন্ধ ছড়ায় সর্বত্র, এলোমেলো দেহে
দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে খোঁজে ভিন্ন পথ নিয়ন আলোয়।
কৃষ্ণচূড়ার থোকা থোকা লাল রক্তের দূর্বিনীত লাভার মত,
থ্যাতলানো তর্জনী নির্দেশ করে  ভীষণ অন্ধকারের পথ।
রূগ্ন সমাজের কাঁধে হাত রেখে-----
চেয়ে থাকি অতৃপ্ততার নির্নিমেষ চোখে।
নীল ছবি ছোপ ছোপ লাল রক্তের দলার বিষন্নতার
মাথার ভিতর এর নড়াচড়া টের পাই শুধু।
বুকের ভেতর স্মৃতির কষ্টের কফিনে শেষ পেরেক ঠুকে
আমার আদিগন্ত জীবনের দারিদ্রতার অন্ধকার।
নীরবতার নামে উদাসীন চোখের কোটরে জমে
মরা সবুজের সমারোহ আর পোড়া গহীন ক্ষত,
এতো এতো গ্লানীর পোড়া ক্ষত নিয়ে
ভিজেই চলেছি শুধু ভবিষ্যতের উদাসীন মেঘে।