অতঃপর আকাশের বুক ভেঙে ঝরছে অঝর ধারায়
কাকভেজা স্বপ্নগুলো ফোটায় ফোটায় ভেসে যাচ্ছে,
খড়খুটোর মাঝে মুখ লুকিয়ে, অবগাহনের নির্মোহ নিন্মগামী পথে।
যেখান থেকে ফেরা যায়না, আর ফেরা হয়ে ওঠেনা কখনো-----
তবুও স্বপ্নীল পথে হেঁটে চলার প্রাণান্ত চেষ্টারত
কিছু স্বপ্নীল  পরাজয় আর গ্লানীর ।
আজ দ্বিধার আকাশ ছিঁড়ে উদোম গায়ে নেমে এসেছে
জন্মের চিৎকার। মাটির সিঁথানে আদ্রজলের ছ'টায়
নিভে যাক বেদনার দ্বিপশিখা,মুছে যাক যতো মৃত্যু চিহ্ন।
অতঃপর আকাশের বুক ভেঙে নামুক উষর জীবনের বর্ষামঙ্গল
ধুয়ে মুছে ভাসিয়ে নি'ক বুক পকেটে রাখা,লেখা কাগজের ব্যার্থ ইতিহাস।