অসময়ে তোমার পিছু ডাক
পিছন ফিরে তাকাতে না পারার আক্ষেপ
এখনো আমায় ভীষণ পোড়ায়।
অথচ কত দিন'ইনা কাটিয়েছি সে ডাকের অপেক্ষায়,
এখন মাঝে মধ্যেই ইচ্ছা করে বিজন রাত্রি ভেঙে---
ব্যাকুল বাঁশির টানে ছুটে যাই।
কেনো রোদ্দুরে পোড়া জ্যোৎস্নার জল আজ অসময়ে
পরাণের 'পরে আঁছড়ায়ে পড়ে বারে বার,
হয়তো জাননা অসময়ের সৌমত্ত জ্যোৎস্নার জলও ম্রিয়মান।
তবুও কেনো নিষ্প্রাণ হৃদয়ে তোমার নিবিড় ডাকের করাঘাত?
কোন এক সময় তোমার এই ডাক আমার কাছে নেশার মতো ছিল
অথচ সে ডাক আজ আমাকে খুব বেশি টানেনা।
কেনো জানি মানঅভিমানের সুরম্য আলোর নীচে ----
বেদনার তিমির জেগেছে ছায়ার মতন।
আমি আজ বড় একা,আমার এই একাকিত্ত্বে হয়তো আর হবেনা বলা
আমি তোমাকে ভালবাসি---
তবুও কেনো অহেতুক পিছু ডাক, অহেতুক ভালবাসা জমিয়ে রাখা,
কেনো? কিসের জন্য?
আজকাল একশ্বাস থেকে আরেক শ্বাসের মাঝে বড় বেশি ক্লান্তি নামে
অথচ দু'জনই নিজেদের দেখার ফুসরত পাইনি,
এখন কেনো শুধু শুধু পুরাতন ভাবনায় তরী বাওয়া।