উনুনে বর্ষাস্নাত জলের ঢেউ
আঙুলের করে্ বেওয়ারিশ দিনের তামাশা
হিসাবের খাতায় উঠে আসছে নির্বিঘ্নে।
কাঁকর মিশ্রিত চালে রাজকীয় ভঙিমায় পোকামাকড় কিরার  আনাগোনা অহর্নিশি
তবুও রাজ্যর ক্ষুধা ঠোঁটে করে নিয়ে আসে অসহায় এক গাঙচিল,
বিক্ষোভে নড়ে উঠে ভুখা বিনিদ্র রাত।
কান্নার বিষাদে ভরে যায় দুখিনীর রসুই ঘর
কেনো যে তবু অঞ্জলি ভরে,শৈশবের স্বপ্ন চষি সান্ধ্য আঁধারে?
চারদিক থেকে ঝাঁপিয়ে আসে ক্ষুধা দারিদ্র আর অবসাদ,
তুমুল তিমির ঠেলে গভীরে লুকানো বিনাশ পতন নুয়ে আসে ক্ষুধার কাছে
একমুঠো স্বপ্ন নিয়ে।
উদরের মর্মমূল ছিঁড়ে ভাতের ফেনায় পোড়া তুষের ঘ্রাণ,
আহা!এ-যেনো আমার বিষণ্ণ স্বপ্ন,
বিলাসী নগরের ঋণ কাঁধে নিয়ে তুমুল উত্তেজনায়
ভাষণে সোচ্চার নপুংসক রাজনীতি।
ভণ্ড নেতার কৃত্রিম চোখের জলে দারিদ্রতা---
লজ্জায় লুকায় আভিজাত্যে নিয়ন আলোয়।
মৌনমুগ্ধ নির্বাক চোখ চেয়ে থাকে অসহায় দিনমান,
আহা!কেনো যে এখনো মাজরাপোকায় খাওয়া এক ক্লান্ত ইতিহাস রচে চলি
যার ভেতর ক্ষুধা দারিদ্রতা--- আর পঁচনের ঝুলকালি।