গোধূলির রঙ মুছে এ-ধরায় অন্ধকার নামে
চারিপাশে পাখিদের কলরব যায় যে থেমে।
তবুতো আমার ফেরা হয়না কখনো তুমি বিহনে
কাননে কুসুম কলি মিইয়ে যায় বিনা যতনে।
রাতের আকাশে জ্যোৎস্নার ঝলোমল আলোর খেলা
আলো শেষে অন্ধকারে চলে শুধুই তোমার অবহেলা।
মুঠো মুঠো প্রহর রেখেছিলাম তোমার তরে
কষ্ট আমায় আপন করেছে তুমিহীন শূন্যপ্রহরে
রাতজাগা কতো পাখি আসে যায় মুগ্ধ নীড়ে।
আমারতো হয়না ফেরা পাখিদের মতো ঘরে।
তোমার অপেক্ষাতে কতো প্রহর কাটিয়েছি বেখেয়ালি
তবুতো বুঝিনি ভালবাসার নামে তোমার এ-কেমন হেয়ালী।
চৈত্র গেল বৈশাখ গেল এলো যে মধুমাস
এখনো তুমি বুঝনা কেনো ভেতরে আমার হাসফাস।