আমি মাঝে মধ্যেই হেসে ফেলি
একাকি। কেনো, কিসের জন্য,জানিনা
গুমড়োমুখো সময়ের শীতকারে সম্বিত ফিরে পাই
অজানা শোক আমায় ঘিরে ধরে,আমার একাকিত্বে আমার নিজস্বতায়
তাও কেনো জানি হেসে চলি---
তবে এখন মাঝেমধ্যে নয়, অবিরাম।
এটা কোন নির্মল হাসি নয়
ক্ষুধার্ত উদর নিয়ে রাস্তার ম্রিয়মাণ আলোয় যে বোন দেহ বিকোয়
ক্ষুধার্ত সন্তানের মুখে একমুঠো খাবারের জন্য যে মা যোনীদেশ রক্তাক্ত করে
সেই অভাগীদের খদ্দের ধরার কৃত্তিম হাসি।
এই হাসি তার,
যে মজুর  জীর্ণক্লিষ্ট দেহে কাজের ঠিকমতো মায়না পায়না।
এই হাসি আমার নয়,এই হাসি সেই সব মানুষের
যাদের দিনরাত মর্মর চিৎকার শুনি
এই এক বেদনার্ত তাচ্ছিল্যর হাসির মাঝে প্রতিক্ষণ।