আস্তিনের ভেতর লুকানো কষ্ট
জবজবে ভেজা নোনতা ঘামের দুঃসহ যন্ত্রণায়
পুড়িয়ে মারে অহর্নিশ ----
আমার জমানো স্বপ্ন গুলোকে।
প্রতিদিন প্রতিনিয়ত কত চেষ্টাই না করছি
নিজেকে আস্তিনের ভেতর লুকিয়ে নিরাপদ রাখার
অথচ অচল পয়সা শুধুই পকেট ভারী করে ফেরি করছি
শঠতা আর কপটতার লোভাতুর হাতে।
তবুও পকেটে হাত পুরে খুঁড়ে খুঁড়ে শুঁকে দেখি
কতটুকু বেড়েছে গন্ধমাখা পাপবোধ।
নিজের অজান্তেই কখনো কখনো বিবেকবোধের মসৃণ হাত জেগে উঠে,
তখন'ই আস্তিনের ভেতর খুঁজে পাই----
ব্যথিত পাঁজর আর ভবিষ্যতের জীর্ণ ক'খান হাড়।