কেমন আছো?....
প্রশ্নটা বড় কষ্ট দেয় আমায় প্রতিটি জিজ্ঞাসে
হৃদয়াঙ্গঁমে ঘুমিয়ে থাকা আলোহীন বহ্নি
দাপাদাপি করে অবোধ শিশুর ন্যায়,
তখনই মনে হয়...
সমস্ত পৃথিবীটা একটা জলন্ত হাপঁর।


ওই দ্যাখো...!
করুণামাখা প্রশ্নটা হৃদয়ে আশ্চয্য গোঙানি তোলে অবিরাম।
ওরা জানে...
জেনেও প্রশ্ন করে আমায়, আমি কেমন আছি!


নরপ্রতারকের খপ্পরে পড়ে
যদিও...
রয়ে গেছি অছোঁয়া অটুট, লাল ফিতায় বাঁধা নিপূণ হাতের বিনুনি,
রয়ে গেছে পূর্ণিমার আলোক করা মুখ,
শিল্পীর হাতে তুলির ক্যানভাসে আঁকা কুমারী গোলাপ,
তবুও কেন প্রশ্ন বারেবার?
এই শশ্মানতুল্য হৃদয় মৃত্তিকায়!


তাইতো ভালবাসার তৃষ্ণাদীর্ণ পাঁজরে অন্তহীন...
এ যেনো জলপাই রঙের কষ্ট।