পথ চলতে
হৃদয় চমকে ।
দেখি অপলক
আমি থমকে ।
চোখ জুড়ায়
ধরে মনে ।
সুডৌল সুন্দরী
হাটে আনমনে ।
কহে মন
প্রেমে পড়ি ।
ভালোবাসি
কি যে করি ।
বলতে ব্যাকুল
হৃদয়ের কথা ।
বলতে না পারি
হৃদয়ের ব্যাথা ।
ঘরে ফিরি
রাত্রী জাগি ।
নিদ নাহি
তারে মাগি ।
আখি পাতে
ছবি ভাসে ।
ছবি আকি
মনের ক্যানভাসে ।
যদি দেখি
কথা কবো ।
মন দেবো
মন নেবো ।
হয় দেখা
লাগে তৃষা ।
চেয়ে থাকি
কাটে না নেশা ।
জুড়ায় মন
দেহ দেখি ।
কাঁচা হলুদ
ডাগর আখি ।
পুর্নিমার চাঁদ
তুচ্ছ তাতে ।
কহি কথা
ধরি হাতে ।
কে ডাকে
তারে হাকি ।
উঠি জেগে
দেখি বিছানায় ।
দেখছি স্বপন
নয়তো আপনা ।
হায় খোদা
কেমন যাতনা ।
কোন কালে
দেখা পাবো ।
সুডৌল সুন্দরীর
আপন হবো ।