ভাগ্যের পরিহাস বুঝিবে না কেহ,
চিরদিন সুখে কাটে না কাহারও।
সুখের মাঝে দুঃখ কাটা হয়ে ফোটে,
দুঃখের মাঝেই সুখ দোলা দিয়ে ওঠে।
সুখদুঃখ জীবনে আসে আর যায়,
নিরাশ না হও কভু এ দুনিয়ায়।
ভাগ্যের ফল সদা গুপ্ত হয়ে থাকে,
কর্মের ভবিষ্যতে ফল তার ফোটে।
বিচার বিবেকে কর্ম করে যে জন,
অবশ্যই সফলতা পায় সেই জন।
সৌভাগ্য দুর্ভাগ্য হয় কর্মের উপরে,
কর্ম না করিলে সে যাবে রসাতলে।
ঐশীদানে ভাগ্য লিপি যেটুকু হয় বন্টন,
শক্তির উর্দ্ধে তাহা হয়না কখনও খন্ডন।