নাজাতের বানী নিয়ে আগমন মাহে রমজান,
মানবের মাঝে স্রষ্টার এক শ্রেষ্ঠ অবদান।
গরীব ধনী ভুলে আমরা থাকবো সবার পাশে,
কষ্টে যেন কেউ না কাঁদে, মন খুলে যেন হাসে।


সর্বগুণে গুণান্বিত রোজা স্রষ্টার রহমতে ভরা
পেয়েও যে হারায় অন্তরে তার ভীষণ জরা।
রমজান মাসে রাখিলে পবিত্র ত্রিশটি রোজা,
ধর্মপ্রাণ মুসলিম তারা যাবে স্পষ্ট বুঝা।
অহংকারের অগ্নি শিখা দাও নিভিয়ে নম্রতায়,
পবিত্রতার পরশ দিয়ে আপন করো ভদ্রতায়।
সকলকে দিক মহান আল্লাহ্ ধর্মের সুমতি,
সমস্ত পাপ কাজের ঘটে যাক ইতি।


থাকিলে উপোষ শরীরে কোষ করে অটোফেজি,
,সারা বছর খেয়ে কোষ হয় দুর্বল, উপোষে তেজী।
সংযম করিলে শরীরের কোষগুলো হয় মৃত বুঝি,
চর্বি ধরে খায় এনজাইম এসিড তন্ন তন্ন করে খুঁজি।
পুরান কোষ মরে গিয়ে দেহের গঠন হয় নতুন,
উপোষের কারণে ফীরে আসে অন্য এক জীবন।


শরীরের যাকাতসহ করি বেশী বেশী অর্থ দান,
হে মুসলিম নিশ্চয়ই আল্লাহ্ মহান করবে পরিত্রাণ।।