রৌদ্র ভেজা দুপুর বেলা মনে পড়ে সুখের ছায়া,
ক্লান্তি ভরা প্রহরে সে যেন ছিল ঘুমের মায়া।
অশ্রুসিক্ত দুনয়নে সেতো এক স্বান্ত্বনা,
কল্পনার ভাবনায় পাই শুধু যন্ত্রণা।
কালো মেঘের মাঝে সেই তো আমার আশা,
কষ্টমাখা হৃদয়ে আমার সুখের ভালোবাসা।


হৃদয় জুড়ে থাকবে তুমি সারা জীবন থাকো,
আমায় তুমি আপন করে হৃদয়ে মাঝে রাখো।
ছেড়ে তোমায় কখনো যাবো না বহু দূরে,
আসুক যত ঝড়-ঝাপটা সারাটা জীবন জুড়ে।


এতটুকু চায়নি শোভা অত স্বাধীনতা,
চেয়েছি তোমার কাছে হৃদয়ের ভিন্নতা।
আয়নার দাঁড়ে দেহ মেলে থাকা সবটা দুপুর,
সেজে গুজে বসে থাকা পায়ে দিয়ে নুপুর।
চাইনি মা বকুক, বাবা তার বেদনা দেখুক,
চেয়েছি তোমায় ভালোবেসে হৃদয়ে মাঝে রাখুক।
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম,
চেয়েছিলাম আরো কিছু কম।
জলের খনি তোমাকে দিক তৃষ্ণা মিটিয়ে এখনি,
চেয়েছি সকলে তোমায় বলুক রমণী।


রচনার  তারিখ ও স্থানঃ ০৩/০৩/২০১৮, ভেলোর তামিলনাডু, চেন্নাই,  ইন্ডিয়া।