নিঃসঙ্গ জীবন যত,
যেন মনে হয় নিজের ছায়ার মত।
একা থাকাই হচ্ছে নিরবতা,
চারদিকে মনে হয় সবকিছুই বিষন্নতা।
পরিবার পরিজন সবাই থাকে দেশে,
আমি একাকি থাকি প্রবাশে।
মানুষ যখন একাকি জীবন যাপন করে,
প্রিয় মানুষের কথাই বেশী মনে পরে।
একা থাকার কারণে বিষন্নতা চলে আসে,
যেন ছন্নছাড়া চপলার মতোই বিষন্নতা লাগে।
একা থাকার কষ্টে হৃদয়টা ক্ষতবিক্ষত,
যেন আজীবন দন্ডপ্রাপ্ত আসামীর মত,
সারাদিন কাজেকর্মে মনে থাকে ব্যাকুলতা,
বাসায় ফিরে প্রিয়জন ছাড়া কাটাতে হয় শূন্যতা।
কর্মের মাঝে সবকিছু বিলিয়ে ফিরি যখন শূন্যহাতে,
দীর্ঘশ্বাস গুলো গোপন করে ফেলে নিজের ভিতরে।
একা থাকা যেন নির্জন বিচ্ছিন্ন দীপের মত,
সমূদ্রের পারে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ বৃক্ষের মত।
নিঃসঙ্গ জীবনে শোকের পাহাড়ে আমি,
এগুলো মনে রাখাটাই বোকামী।
নিঃসঙ্গতা আমার জীবনে এসেছে যত,
যেন অনাকাঙ্ক্ষিত অতিথির মত।
নির্জন রাত্রিতে শুধু তোমাকে ডাকি,
কন্নার জল দিয়ে তোমার ছবি আঁকি।