প্রকাশ হলে মর্ম কথা,
সবে মনে পাই ব্যথা।
ধর্মকে দিয়েছি বাদ,
গড়িয়েছি মতবাদ।
ধর্ম ছাড়া কর্ম করে,
গেছি আমরা রসাতলে।
ধর্মের কাজ দিয়েছি বাদ,
কর্মের মধ্যে পেয়েছি স্বাদ।
শৈথল্য আর অনাটনে,
শিক্ষা হয়না বাল্যকালে।
পাক পবিত্র নামাজ রোজা,
এই হলো ভীষণ বোঝা।
আয় উপার্জণ বয়স হলে,
বিবাহ বন্ধন হয় আগে।
আমরণ দাম্পত্যজীবন,
পবিত্রতা হয়না রক্ষণ।
বৈধ কাজে মন বসে না,
অবৈধ কাজে মন ছাড়ে না।
সন্তান হইলো যত,
কেহ হয় না অনুগত।
আদব কায়দা সুশাসনে,
সম্মান করে না গুরুজনে।
আমানত রাখেনা ঠিক,
খিয়ানত করে তারধিক।
রক্ষক ভক্ষক হইয়া,
সমাজ দেয় ভাঙ্গিয়া।
শাসন নামে শোষণ করি,
দুরবস্থা হইলো ভারী।
কুজনের হয়েছে মান,
সুজনের অপমান,
অশিক্ষা ও কুশিক্ষা দোষে,
নারী চলে পুরুষ বেশে।