এসেছে ঘুচাতে পাপ, পবিত্র মাহে রমজান,
রোজা রেখে মজবুত করো ঈমান হে মুসলমান।
পূন্যে ভরে নাও জীবন শূন্য করো পাপ,
তওবা করে বিধাতার কাছে চেয়ে নাও মাফ।


সঠিক নিয়মে রোজা রাখ আল্লাহ্'কে করো ভয়,
সারাদিনের উপোস যেন লোক দেখানো না হয়।
রোজা রাখ নামাজ পড়, করো আল্লাহর গুনগান,
তবেই পাবে পরকালে উৎকৃষ্ট সম্মান।


রোজা যায় রোজা আসে বদলায় না তো মানুষ,
মরতে হবে জেনেও তাদের ফিরছে না কেন হুঁশ!
সৃষ্টিকর্তার অতি নিকট পৌছাবে রাখিলে রোজা,
দান সদকা করিলে বেহেশতে যাওয়া হবে সোজা।
রোজা রাখ হুকুম মানো শোন আল্লাহ -নবীর কথা,
রোজা রাখলে বুঝতে পারবে অনাহারীর ব্যথা।
নামাজ পড় সংযম কর ইস্তেগফার কর বেশি করে,
মহান আল্লাহ্ বরকত দিবেন সবার ঘরে ঘরে।


ভালো কাজের নেকীর কথা হাদিস কোরআনে পাই,
রোজার নেকী কেমন হবে তাহার হিসাব নাই।
সৃষ্টিকর্তা নিজের হাতে করবে তাহা দান,
শেষ বিচারে অধির পাওয়া উঁচু তাহার মান।।