এসেছো শত পুষ্পের দল করছি আজি বরন,
হাতে হাতে শোভা পাবে দিও সবে মন ।
জীবনের গন্ডি পেরিয়ে হয়েছে আগমন,
নতুন শিক্ষাঙ্গন পেয়েছে প্রাণ।
বিশাল এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব,
সেই সৃষ্টির বরনে হচ্ছে কলরব।
প্রতিদিনেই নবীন বাড়বে প্রবীন হবে সবাই,
আদর্শকে পুজি করে থাকবে সবে ভাই-ভাই।
রোগে শোকে কাতর হলে,
সবাই দেখতে আসবে দলে-দলে।
নবীন-প্রবীন সবই করবে জয়,
গুরুজন থাকবে পাশে নেইকো যে আর ভয় ।


প্রবীণ হলেও বলোনা কখনও প্রবীণ,
মনটাকে প্রতিক্ষণ রেখো নবীন।
প্রবীনের মাঝে নবীন লুকায়িত,
নবীন থেকেই নবধারা প্রবাহিত।
নবীন-প্রবীন বন্ধন চির অমলিন,
এগিয়ে যেতে হবে প্রাণ থাকে যতক্ষণ।