শত সহস্র বছর পরে-
হয়ত একটু,একটু করে।
হয়ত সব কিছু হবে বিলীন –
তারারা খসে পড়ে যাবে দলে দলে একদিন।
থেমে যাবে শীতল হিমেল বাতাস।
বন্ধ হবে সকলের নিঃশ্বাস।
থেমে যাবে রাখালের বাঁশির সুর-
হবে নদী শুকনো-বইবে না বহুদুর।
আকাশ সাগর  ভরে যাবে কালো ধুঁয়ায় –
ইচ্ছে হবে শেষ-ঘুমানো শীতল ছায়ায়।
মাটি ফেটে হবে চৌচির,হবে হাহাকার,
সূর্য নিভে যাবে- চারিদিক হবে অন্ধকার।
সকলে ডুবে যাবে আঁধারের সাগরে ।
আমিতো আগেই রয়ে গেছি মাটির পাঁজরে।
কোনো এক শিমুল বা শিউলী গাছের তলে,
সকলে দিবে শান্তির ঘুম ধরনীর কোলে।