রয়েছি ঘুমন্ত,শান্ত,চিরন্ত-
পর্বত শিখরে,মুকুট রূপে।
দিও একটু উষ্ণবাতায়ন-
ক্ষিপ্রবেগে পর্বতের বুকচিরে
নামবো ধাপে ধাপে।
ঘটাবো মহাপ্লাবন-
সাজানো সমতলের বুকে।
চালাবো ধ্বংশ লীলার তান্ডব-
হাহাকার,চিৎকার, না রবে সুখে।


রয়েছি ঘুমন্ত,শান্ত,চলন্ত-
বাষ্পরূপে মেঘমালায় ভাসমান।
দিওনা উষ্ণ বাতাস-
করিও না সৃষ্টির পরিবর্তন।
ক্ষিপ্রধারায় নামবো ধরায়-
সাজাবো নিজের মতন।
ধবংশ করবো  সৃষ্টির ধারা-
কাঁদাবো ,ভাসাবো- যখন- তখন।